পূর্বপুরুষ: তন্ময় মণ্ডল

0
102

মাছি উড়ে যায় শূন্য গোয়ালঘরে
দু-পুরুষ আগে গ্রাম ছেড়েছিল যারা
তাদের শব্দ শকুনের কানে বাজে
তাদেরও উঠোনে ফুটছে নয়নতারা।

ভিজে চোখ নিয়ে প্রাণ হাতে করে ছুটেছে
দাঙ্গার দিনে কেউ আর পিছু ডাকেনি,
আমি যেখানের হাওয়া-জলে বড় হচ্ছি
সেখানে আমার পূর্বপুরুষ থাকেনি।