দিগন্ত বিস্তৃত হাওয়া
যখন নিস্তব্ধ স্বরে কথা বলে চলে
ফিরে আসার শব্দ পাই, ফিসফাস
যেখানে খুব করে সবুজেরা ভিড় করে
সবুজ আর সোনালি রোদের
ব্লেন্ডেড মাদকতা যেখানে যেখানে,
অথবা যেখানে অন্ধকারের মধ্যে
নিশাতুর, গাঢ় সবুজের সাথে চোখাচোখি হয়
সেই মাত্র মনে পড়ে খুব
খুব করে মনে পড়ে
হারানো সময় কেমন করে অনন্ত তোরঙ্গে বন্দি হয়ে গেল।