যে যে নাম বাকি ছিল সব দেওয়া শেষ!
মধুরে আরতি করি, নদীতে নদীতে তার দেখি প্রতিচ্ছবি
একবার চোখ খোলো একবার ডেকে ওঠো : কবি!
আমি নই, আমার সকল ছদ্মবেশ–
গোধূলি গগনে ঢাকা তারার শরীর
তুমি তো অপ্সরা দ্যুতি দিনান্তের তরী
আকাশে আকাশে ওড়া পক্ষী তুলনীয়
পর্বতে আঁচড় কাটা অধরা পানীয়
ধারা হয়ে নামে বুকে ছোঁয়া মাত্র জেগে ওঠে মরা
সব নাম দেওয়া শেষ। বসন্ত বিড়বিড় করে : উত্তরা! উত্তরা!