বুকের ভিতর দৌড়ে বেড়ানো অসুখ
শূন্য থেকে নেমে আসে বারান্দায়।
আকাশ জুড়ে হামাগুড়ি দেয় ঈশ্বর
অদৃশ্য, অস্তিত্ব তবু অন্তহীন–
আমি দু:খ ভাঙতে রোজ হাঁটু গেড়ে বসি,
এনে দিই ফুল, ফল, চন্দন ইত্যাদি।
জীবনের জাঁতাকলে পিষে কিনে নিতে চাই
আরও কতকগুলো জন্ম।
নেমে আসে ঝড়,
নিজেরই ছায়ার কাছে অকেজো লাগে।
যে জীবন আয়নায় দেখি রোজ
নাভিকুন্ডে জ্বেলে রাখি আগুনের প্রতিচ্ছবি
জ্বরের পরব শেষেও তার ফুরোই না মায়া!
উদাসীন বাতিঘর আলোহীন লাগে, মুছে যায় প্রাণ তবু,
আমি আদি অনন্তকাল দাঁড়িয়ে থাকি
হাতে নিয়ে একাকাশ আয়ু…