- Advertisement -
Recent Posts
Most Popular
লজ্জা: মহম্মদ সামিম
মৃত্যুর অপার নীরবতার ভিতর অশ্রু ঝরে
বুকের হ্রদে আঁকড়ে ধরেছি ব্যথাজল
মাটির সবুজের কাছে ক্ষমা ছাড়া নিয়তি কী?
প্রাণ প্রাণ যেন তুচ্ছ সব, লহমায় শূন্যে মিলায়
হে মানুষ,...
মার্চ: মেমরি: অনিন্দিতা গুপ্ত রায়
পাতা ঝরে পড়ার কোনও শব্দ নেই
শুধু একটি মুহূর্তের কাছে
ঋণী থাকা আছে
ক্ষয়ে যাওয়াদের
সবুজের,
রন্ধনশালার সব স্বাদু
ক্লোরোফিল নামধারী
কণাদের
আবছা ক্রমশ: হতে হতে
মুছে যাওয়া আছে
গাছ তা কি টের পায়
শব্দহীন...
আয়ুর নিরক্ষে: নীলাদ্রি দেব
সূর্য সহজাত,
ভিন্ন উদয় অস্তে কতটা পূর্ব পশ্চিম
হয়তো সূক্ষ্ম,
তারতম্য ঠেলে দিচ্ছে ছাদের কিনার
আচ্ছন্ন ন্যাপথল গড়িয়ে সম্ভাবনা
বিচারের হলুদ, পাল্লাপাথরে শূন্য
বেহুলা-ফেরা মান্দাসে ঘাট পাথরের ক্ষত
সময়-খণ্ড একক ঢিলের...
ওটিটি সিরিজ: অর্ণব সাহা
পাসপোর্ট রিনিউ করা হয়নি।
মাস্টারমশাইদের কাছ থেকে পড়তে নেওয়া বই,
ফেরত দিইনি তাদের কয়েকটা!
কতো মানুষের কাছে ছোটো-বড়ো ঋণ
শুধব কীভাবে? তাঁরা এই পৃথিবীর কোনওখানে
অবশিষ্ট নেই!
যেন কাঁটাতারবিহীন সীমান্তে...
আলোকলতা: শুদ্ধেন্দু চক্রবর্তী
ধীরে ধীরে গভীর ঘুমে বন্ধ হচ্ছে তোমার দুচোখ
আর চারপাশে আলোকলতা ঢেকে দিচ্ছে জ্যোৎস্নার মুখ
তার শাখায় প্রশাখায় ফুটে উঠছে স্মৃতি
পাখিপাহাড়ের সেইসব আশ্চর্য জীবন্ত পাখি
কথা বলছে...